কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আসন প্রতি লড়ছেন গড়ে ৫৪ জন শিক্ষার্থী। আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টা থেকে ৫টা অবধি অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ৪৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি। সেই হিসেবে আসন প্রতি লড়বে ৫৪ জন ভর্তিচ্ছু।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ক্যাম্পাস ও এর আশপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রসংগঠন, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন এবং নিজস্ব স্বেচ্ছাসেবী দল পরীক্ষার্থীদের সহযোগিতায় নিয়োজিত রয়েছে।
এ নিয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘আমরা অনেকদিন পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছি, সেক্ষেত্রে আগের পরীক্ষায় টুকটাক যে ভুল হয়েছিলো সেগুলো যেন এখন আর না হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের শহরের কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত ১৯ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।