কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদ’ কর্তৃক ইফতার ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড.মোহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান ১১ ব্যাচের প্রয়াত শিক্ষার্থী মরহুম সোহরাওয়ার্দী ভুঁইয়ার মা।
ইফতার মাহফিলে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ খান বলেন, মাটি ডেকে যায়, রক্তের টানে ছুটে আয়” এই স্লোগান কে ধারণ করে গঠিত হয়েছে দেবিদ্বার ছাত্রকল্যাণ পরিষদ,কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি আঞ্চলিক এবং অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।আমাদের সংগঠনে বর্তমানে দশজন শিক্ষক এবং পঁচিশ জন কর্মকর্তা-কর্মচারী এবং একশত আশি প্লাস রানিং স্টুডেন্ট আছে। আমরা সবাই দলমত নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়াই। বিগত দিনগুলোতে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আগ্রহী করার জন্য দেবিদ্বার উপজেলার বিভিন্ন কলেজগুলোতে ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম করেছি। বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি দারিদ্র্য শিক্ষার্থীদের আর্থিকভাবে সহযোগিতা করে আসছি। এছাড়াও ব্লাড ম্যানেজ করে দেয়া,টিউশন ম্যানেজ করে দেওয়া এগুলো আমাদের নিয়মিত কাজের অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে ১৭ ও ১৮ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া।