কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়ার মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালাজালাবাদ এসোসিয়েশন এর সহ সভাপতি আজিজুল হক শাকিল, সাধারণ সম্পাদক মো. মেহেরাজ হোসেন ইফতি, উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম সহ অন্যান্য শিক্ষার্থীরা।
এ বিষয়ে জালালাবাদ এসোসিয়েশন এর সহ-সভাপতি আজিজুল হক শাকিল বলেন‚ ‘জালালাবাদ এসোসিয়েশন সবসময় আঞ্চলিক সংগঠন হিসেবে ভালো কিছু করার চেষ্টা করেছে এবং এর অন্যতম বহিঃপ্রকাশ ইফতার মাহফিলের আয়োজন। প্রতিবছরের ন্যায় এবারও ১১ রমজানের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাধ্যমে সিলেটিদের ভালোবাসা ও শেখড়ের টান ফুটে উঠেছে। আমাদের জালালাবাদ পরিবারের উপদেষ্টামন্ডলী, বড় ভাইদের সাহায্য,প্রেরণার ফলে এই সুন্দর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে অটুট থাকবে।’