কিশোরগঞ্জ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে গুজাদিয়ায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। কিশোরগঞ্জগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।
প্রত্যেক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার ভিতর দ্রুতগতিতে বাক নেয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দূর্ঘটনা ঘটে। এতে কোন ব্যাক্তিই অক্ষত থাকতে পারেনি। প্রচন্ড শব্দ ও মর্মান্তিক চিৎকার শুনে আশে পাশের গ্রামবাসী ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে ১০ জনের লাশ দেখে এলাকাবাসী শোকে বাকরূদ্ধ হয়ে যায়। এবং প্রায় ৩০ জনকে আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাৎক্ষণিক ভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যাক্তিদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠান হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।
আশ্চর্যজনক ভাবে বেচে যান এক মহিলা, তিনি করিমগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মিসেস শিলা। প্রায় ২ ঘন্টা পর জ্ঞান ফেরার পরে উন্নত চিকিৎসা লর জন্য তাকে ঢাকা মেডিকেল হসপিটালে স্থানান্তররিত করা হয়।
তিনি জানান, বাসটি যত্রতত্র থামার কোন বিধান না থাকলেও অতিরিক্ত মুনাফার জন্য বাসটিতে ধারন ক্ষমতার বাইরে যাত্রী তুলেন বাস ড্রাইভার। এবং বেপরোয়া ভাবে বাস চালান ফলে ঘটে যায় এই মর্মান্তিক দূর্ঘটনা । কারন হিসেবে তিনি মূলত বেপরোয়া বাস চালানোকেই দায়ি করেছেন ।
স্থানীয় জনগণের আপ্রাণ চেষ্টা ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় বেঁচে গেছে অনেক প্রান। যার যতটুকু আছে সবটুকু দিয়ে সকালে সাহায্য করেছেন । অবশ্য এর মাঝেও হাত ঘড়ি, গলার চেন খোয়া গেছে বলে জানা যায় ।