কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (০২ মার্চ) দুপুর আড়াই টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় র্যাবের একটি বিশেষ ইউনিট অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃ সৈয়দ মাসুদ (৫২) করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান ও গুজাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রবিবার (০২ মার্চ) রাতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া সেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় রোববার দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সৈয়দ মাসুদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।