কাতার বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই বিশ্বকাপকে ঘিরে বাড়ছে ভবিষ্যৎবাণী। সাবেক ফুটবলার থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরা সবাই বিশ্বকাপকে নিয়ে নিজেদের মত প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন ২০০২ সালের ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু। তিনি মনে করেন, আসন্ন বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল ও ফ্রান্স।
২০ বছর ধরে বিশ্বকাপ না জেতা ব্রাজিল এবার ফ্রান্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে পারলে সেটি দুর্দান্ত হবে বলে মন্তব্য করেন কাফু। তিনি বলেন, ‘ব্রাজিল ও ফ্রান্স ফাইনাল হলে সেটি হবে দুর্দান্ত। ব্রাজিল ২০ বছর বিশ্বকাপ জেতে না। এবার যদি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে, সেটি হবে অসাধারণ।’
কাতার বিশ্বকাপে ব্রাজিল ছাড়াও শিরোপা দৌড়ে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্সের মত দলগুলো এগিয়ে থাকবে বলে মনে করেন কাফু। তিনি বলেন, ‘ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো দলগুলো বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে। জার্মানি, বেলজিয়াম ও পর্তুগালও দারুণ দল। এই দলগুলোর প্রত্যেকেরই বিশ্বকাপ ফাইনালে খেলার যোগ্যতা ও শক্তিমত্তা আছে।’
ব্রাজিলের সাবেক এই তারকা ফুটবলার মনে করেন, কাতার বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা। রোনালদোর পর্তুগালও সেমিফাইনাল খেলবে বলে মনে করেন তিনি। সেমিতে আর্জেন্টিনাকে হারিয়েই ফাইনালে পা রাখবে ব্রাজিল, জানান কাফু।
কাফু বলেন, ‘আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিফাইনাল ম্যাচ খুব সহজ কিছু নয়। দুটিই বিশ্ব ফুটবলের বড় শক্তি। ফ্রান্স ও পর্তুগাল খেলবে সেমিফাইনালে। আমি মনে করি ব্রাজিল ও ফ্রান্স ফাইনাল খেলবে।’