আর্জেন্টিনার বিপক্ষে জিতলেও পোল্যান্ডের কাছে হেরে গেল সৌদি আরব। পোল্যান্ডের বিপক্ষে একের পর এক আক্রমণ করছিল সৌদি আরব। তবে কাউন্টার অ্যাটাকে গোল দিয়ে দেয় পোল্যান্ড। এরপর পেনাল্টি পেয়েও সমতা ফেরাতে পারল না সৌদি।
ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি পায় সৌদি আরব। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সালেম আল দাওসারি। তার নেওয়া শট ডানদিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি। তার ফিরিয়ে দেওয়া বল সামনে পান মোহাম্মদ আল-বুরাইক। তিনি শট নেন। তার নেওয়া শট কর্নারের বিনিময়ে রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক।
পুরো ম্যাচে আক্রমণে দাপট দেখাল সৌদি আরব। সুযোগও বেশি তৈরি করল তারা। বরং ব্যর্থ হলো পেনাল্টি কাজে লাগাতে, তালগোল পাকাল রক্ষণে।
এদিকে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পেলেন রবের্ত লেভানদোভস্কি। দারুণ জয়ে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল পোল্যান্ড।
এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পোলিশরা। পিওতর জেলিনস্কি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান তাদের রেকর্ড গোলদাতা লেভানদোভস্কি।