গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের ১৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার( ২০ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জন্মদিন উপলক্ষে তার আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানাে হয়।
এ ছাড়া নারী শিক্ষার অগ্রায়ণে কাঙাল হরিনাথ মজুমদারের ভূমিকা শীর্ষক আলােচনা সভা, পুরস্কার বিতরণী ও মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে আয়ােজিত আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। বাংলাদেশ জাদুঘরের সচিব গাজী মাে. ওয়ালি উল হক। মুখ্য আলােচক ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়।
আর/এস