প্রশ্ন : কবরস্থানের ঘাস কেটে নিয়ে গরুকে খাওয়ানো বা সেখানে গরু চরানোর বিধান কী? -রোকন, কুমিল্লা
উত্তর : কবরস্থানে গরু চরানো নিষিদ্ধ। আর সেখান থেকে সবুজ ঘাস কেটে গরুকে খাওয়ানো মাকরুহ। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার খাতিরে কাটার প্রয়োজন হলে কেটে নিয়ে গরুকে খাওয়ানো যাবে। (রদ্দুল মুহতার : ২/২৪৫, হিন্দিয়া : ১/১৬৬, কিফায়াতুল মুফতি : ৭/১১৬, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৪০৮)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা।