1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
কঠিন বিপদে নবীজী যে দোয়া পড়তেন » দ্যা মিরর অব বাংলাদেশ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১২:৩৬|

কঠিন বিপদে নবীজী যে দোয়া পড়তেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯ বার সংবাদটি পড়া হয়েছে
duwa 1703110724
প্রতীকী ছবি

বিপদ-আপদ, ক্ষমা চাওয়া কিংবা মনের আশা পূরণে বরাবরই মুমিনরা আল্লাহর দরবারে দু’হাত তুলে ধরেন। কারণ আল্লাহ তা’আলা নিজেই ঘোষণা দিয়েছেন- তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন মহান রাব্বুল আলামীন তাকে শূন্যহাতে ফিরিয়ে দেন না।

 

খোদ রাসুলুল্লাহ (সা.)-ও আল্লাহর কাছে পানাহ চেয়ে দুই হাত তুলে দোয়া করতেন। উম্মতদেরও তিনি মহান রবের নিকট দোয়া করার পদ্ধতি জানিয়েছেন। যা বিভিন্ন সময়ে সাহাবায়ে-কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোনোকিছুই কারও ক্ষতি করতে পারবে না।

 

দোয়াটি হলো- بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন, ফিল আরদি ওয়া-লা ফিস-সামায়ি, ওয়া হুয়াস-সামিউল আলিম।

 

অর্থ: ‘আল্লাহর নামের বরকতে আসমান ও জমিনের কোনোকিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।’ (তিরমিজি ও আবু দাউদ)

 

এছাড়াও উম্মতদের কঠিন বিপদের সময়ও দোয়া করা শিখিয়েছেন নবীজী। খোদ নিজের বিপদ-আপদের সময় নবীজী দোয়া পড়তেন। মুসাদ্দাদ (রহ.) ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত:- সংকটের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়াটি পড়তেন-

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুস সামা-ওয়া-তি ওয়া-রাববুল আরদি, ওয়া-বাববুল আরশিল করীম।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অতি উচ্চ মর্যাদাসপন্ন ও অশেষ ধৈর্যশীল, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি আরশে আযীমের প্রভু। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। তিনি আসমান যমীনের প্রতিপালক ও সম্মানিত আরশের মালিক। (সহীহ বুখারী: ৫৯০৬)

আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিন ভাইদের বিপদে-আপদে ধৈর্য ধরে সফলকাম হওয়ার তওফিক দান করুন, আমিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024