দুইবারের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ড্যারেন সামিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিওআই)। ফিল সিমন্সের পদত্যাগের পর অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা আন্দ্রে কোলির স্থলাভিষিক্ত হচ্ছেন ক্যারিবীয়ান এই গ্রেট। অন্যদিকে, উইন্ডিজ টেস্ট ও এ দলের দায়িত্ব সামলাবেন আন্দ্রে কোলি।
দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সামির নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, স্বচ্ছ প্রক্রিয়া ও সাক্ষাৎকারপর্বের মাধ্যমে হেড কোচ নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে পিএসএল ও সিপিএলে কোচের দায়িত্ব পালন করলেও এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে গুরুদায়িত্ব পেলেন সামি। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এটি (কোচ হিসেবে নিয়োগ) চ্যালেঞ্জিং অবশ্যই, তবে আমি প্রস্তুত আছি।
আরও বলেন, আমি সত্যিই সুযোগের অপেক্ষায় রয়েছি, বিশেষ করে ড্রেসিংরুমে কী ধরণের প্রভাব ফেলতে পারি। একজন খেলোয়াড় হিসেবে যেভাবে আবেগ, সাফল্যের আকাঙ্খা ছিল, একইভাবে তা এখনো আছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার অবিরাম ভালবাসা।
Newly appointed WI Men's White-ball Coach, @darensammy88 had this to say to the Maroon Fans. #MenInMaroon pic.twitter.com/UReZbJ2Mq6
— Windies Cricket (@windiescricket) May 12, 2023
আগামী জুনে শারজাহয় আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ হতে যাচ্ছে ড্যারেন সামির প্রথম অ্যাসাইনমেন্ট।