1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
ওয়ানডে বিশ্বকাপের লোগো ‘নভরাসা’ » দ্যা মিরর অব বাংলাদেশ
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| ভোর ৫:৩৫|

ওয়ানডে বিশ্বকাপের লোগো ‘নভরাসা’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৩ বার সংবাদটি পড়া হয়েছে
image 218220 1680427924

২০১১ সালের ২ এপ্রিল অর্থাৎ আজ থেকে ঠিক ১২ বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। দক্ষিণ এশিয়ার দেশটি শিরোপা জয়ের এক যুগ পূর্তিতে আবারও একটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এবার চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় সীমিত ফরম্যাটের বিশ্বকাপের অফিসিয়াল লোগো সবার সামনে আনলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

 

এবার বিশ্বকাপের লোগোকে নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’। সমর্থকদের আবেগকে প্রাধান্য দিয়েই এই নাম দেওয়া হয়েছে। এবার লোগোতে ৯টি আবেগের কথা বলা হয়েছে। সেগুলো হলো- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ।

 

এদিকে বিশ্বকাপের মূল লড়াই শুরু হতে এখনও আনুমানিক ৬ মাস বাকি। এর আগেই লোগো প্রকাশ্যে আনলো আইসিসি।

 

তবে এখনও ঘোষণা করা হয়নি বিশ্বকাপের সময়সূচি। যদিও এক বছর আগেই এই সময়সূচি প্রকাশ করে থাকে আইসিসি। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নানান জটিলতার কারণে বিশ্বকাপের সময়সূচি প্রকাশ্যে বিলম্ব হচ্ছে। এ ছাড়া কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি পেতেও বিলম্ব হচ্ছে বিসিসিআইয়ের। এর অন্যতম দুটি কারণ হলো- ভারতের মাটিতে পাকিস্তানের অংশগ্রহণ এবং টুর্নামেন্টের আয়োজনে কর ছাড়।

 

প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য সময় ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে আইসিসি। সম্ভাব্য সময় অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের ম্যাচ শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। ভারতের ১২টি শহরজুড়ে চলবে পুরো টুর্নামেন্ট। ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

 

১০টি দলের খেলা আর নকআউট পর্ব মিলিয়ে মোট ৪৮টি ম্যাচ হবে ৪৬ দিনে। ভারতের কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, লখনউ, গুয়াহাটি, চেন্নাই, রাজকোট, হায়দ্রাবাদ, ধর্মশালা এবং ইনদওরে হবে ম্যাচগুলো। কিন্তু কোন শহরে কোন দলের খেলা হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024