1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
ওয়ানডেতে দেশসেরা বোলার এখন শরিফুল » দ্যা মিরর অব বাংলাদেশ
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ১:৫৮|
শিরোনামঃ
কুমারখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া,ইফতার মাহফিল রক্তেই ভেসে গেল গাজার শিশুদের ঈদ উদযাপনের স্বপ্ন! জাবিতে ‘নিরাপদ সড়ক চাই’ এর ইফতার আয়োজন রাজধানীতে ৭ বছরের শিশু ধর্ষণের মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড বাবার ওপর অভিমানে তৃতীয় শ্রেনির শিক্ষার্থীর আত্ম’হত্যা কুমারখালীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন কুমারখালীতে গণহত্যা,স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুমারখালীতে লিজকৃত জলাশয়ে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক মাছ চাষে বাধা দেওয়ার অভিযোগ এবার রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ‘গ্রামীণ ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

ওয়ানডেতে দেশসেরা বোলার এখন শরিফুল

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৬ বার সংবাদটি পড়া হয়েছে
image 74950 1711048296

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

আগুনে পুড়ে তাসকিন আহমেদ লিখেছিলেন ফিরে আসার গল্প। মাদিবার রাষ্ট্রে বেধরক পিটুনি খাওয়া ঢাকা এক্সপ্রেস পরবর্তীতে হয়েছিলেন সিরিজ সেরা। মলিন বাংলাদেশের পেস ইউনিটকে বাঁচিয়েও তুলেছিলেন তিনি। নিজে পারফর্ম করার পাশাপাশি, পারফর্ম করিয়ে নিয়েছেন মুস্তাফিজ-হাসান মাহমুদ-শরিফুলদের। এই জুটির শরিফুল এখন ওয়ানডেতে দেশসেরা বোলার।

পঞ্চগড়ের করতোয়ার তপ্ত বালুতে ফিটনেস নিয়ে নিয়মিত কাজ করতে দেখা যায় শরিফুলকে। কথায় আছে পরিশ্রমের ফল সফলতা কিংবা ব্যর্থতা যাই হোক না কেনো তার আলাদা এক প্রশান্তি আছে। সম্প্রতি আইসিসির হালনাগাদকৃত তথ্যে শরিফুল পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকেও। তিন বছরের ছোট্ট এই ক্যারিয়ারে সাকিবকে ছাড়িয়ে যাওয়া তো মহাকাব্যিক ইতিহাসও বটে।

ওয়ানডে র‍্যাংকিংয়ে সেরা ত্রিশে থাকা একমাত্র বাংলাদেশি শরিফুল। বর্তমানে দখল করে আছেন ২৪ নম্বর পজিশন। সবশেষ ১০ ওয়ানডেতে নিয়েছেন ১৬ উইকেট। অধিকাংশ উইকেট তুলেছিলেন ইনিংসের একেবারেই শুরুতে অর্থাৎ নতুন বলে। শরিফুলের বাঁ হাতের ভেলকি ব্যাটারদের জন্য পরিণত হচ্ছে রাতের দুঃস্বপ্নে।

২০২০ সালে ‍যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শরিফুল। ফাইনালে ভারতীয় ব্যাটারদের আউটের পর ‘পকেটবন্দি’ করে রাখতে চাওয়া সেই সেলিব্রেশন এখনও চোখে লেগে আছে একাংশের। ঘরোয়া পর্যায়ের পরীক্ষায় লেটার মার্ক নিয়ে এসেছিলেন জাতীয় দলে। ২০২১ সালে বাংলাদেশ জার্সিতে অভিষেক হয়েছিল তিন ফর‌ম্যাটেই। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ওভারপ্রতি পাঁচ রান খরচ করা শরিফুলের বর্তমান ইকোনমি পাঁচ দশমিক পাঁচ দুই।

মাঠের পারফরম্যান্সে শরিফুল এখন বিশ্বাসের নাম। এই বিশ্বাসে অধিনায়ক নতুন বলটা সবার প্রথম তুলে দেন তার হাতেই। হোক সেটা মারকাটারি টি-টোয়েন্টি, ওয়ানডে অথবা আভিজাত্যের টেস্ট ক্রিকেট। তার এমন সুখের সময় দেখে অবশ্য ভুলে যাওয়ার সুযোগ নেই কতটা খারাপ সময় তিনিও কাটিয়েছেন।

২০২২ সালের এশিয়া কাপে সুযোগ হয়নি স্কোয়াডে। অধিনায়ক সাকিবের ‘পারফরম্যান্সে শেষ কথা’ তত্ত্বে বাদ পড়তে হয়েছিল পঞ্চগড় এক্সপ্রেসকে। অবশ্য মিরপুর ঘুরে করতোয়ার তপ্ত বালু জন্ম দিয়েছিল নতুন এক শরিফুলকে। মাস দুয়েক পরে তাই তাকে ফেরাতে বাধ্য হয়েছিল ম্যানেজম্যান্ট। পরিস্থিতি এখন এতটাই অনুকূলে, প্রতি ম্যাচ শেষ শরিফুলের মুখে থেকে যায় মুচকি হাসিটা।

২০১৭ তে উত্থান হয়েছিল শরিফুলের। ২০১৭-১৮ মৌসুমে রাজশাহীর হয়ে অভিষেক হয়েছিল প্রথম শ্রেণির ক্রিকেটে। সেই মৌসুমেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে যাত্রা শুরু হয় লিস্ট এ ক্রিকেটে। পারফরম্যান্সে নজরে আসেন বিসিবির। ২০১৮ সালের ডিসেম্বরে শরীরে উঠে এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ দলের জার্সি।

শ্রীলঙ্কা সিরিজের পারফরম্যান্স দিয়ে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে বাংলাদেশের এক নম্বর বোলার হয়ে গেছেন পঞ্চগড়ের শরীফুল। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত তার এলাকার মানুষ।

দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক বলেন, শরিফুলের আগে পঞ্চগড় জেলা থেকে কেউ জাতীয় দলে খেলার সুযোগ পায়নি। তবে, শরিফুল জাতীয় দলে সুযোগ পাওয়ার পর একের পর সফলতা বয়ে আনছে দেশের জন্য। তার এই সফলতায় আমরা আনন্দিত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024