1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
ঐশ্বরিয়াকে বিয়ের ঠিক আগ মুহূর্তে যে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন অভিষেক » দ্যা মিরর অব বাংলাদেশ
৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১:৪০|

ঐশ্বরিয়াকে বিয়ের ঠিক আগ মুহূর্তে যে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন অভিষেক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৯ বার সংবাদটি পড়া হয়েছে
102033 bangladesh pratidin jhanvi

অনলাইন ডেস্ক

কখনও রানি মুখোপাধ্যায়, কখনও কারিশ্মা কাপুরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেক বচ্চনের। কারিশ্মার সঙ্গে তো বিয়ের কথাবার্তাও অনেক এগিয়ে গিয়েছিল তার। কিন্তু কারিশ্মা বা রানি কেউই অভিষেকের বিয়ের দিন এ নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে দড়ি টানাটানি করতে যাননি।

বরং এমন এক অভিনেত্রী ওই দিন হাজির হয়েছিলেন এবং নিজেকে অভিষেকের প্রথম স্ত্রী হিসেবে দাবি করতে শুরু করেছিলেন যার কথা কেউ কল্পনাতেও আনতে পারেননি।

প্রতীক্ষার বাইরে দাঁড়িয়ে ওই দিন নাকি তিনি মরিয়া চেষ্টা করেছিলেন যাতে অভিষেকের বিয়ে না হয়! বিয়ে আটকাতে হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন!

 

ওই অভিনেত্রীর নাম জাহ্নবি কাপুর। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবির কল্যাণে এই নাম বলিউডে খুব পরিচিত হলেও এই জাহ্নবি কিন্তু আলাদা। ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রী কিন্তু সেভাবে পরিচিত নন।

কয়েকটি মাত্র ছবিতে তাকে দেখা গিয়েছে। তাও পার্শ্বচরিত্রে। অভিষেকের সঙ্গেও একটি ছবিতে তাকে দেখা গিয়েছিল।

২০০৫ সালের অ্যাকশন-থ্রিলার ছবি ‘দাস’-এ অভিষেকের একটি নাচের দৃশ্যে পিছনের সারিতে দেখা গিয়েছিল তাকে।

এর দুই বছর পর অভিষেক এবং ঐশ্বয়িার বিয়ে হয়। বিগ বি-র একমাত্র ছেলের বিয়ে বলে কথা। ওই দিন ‘প্রতীক্ষা’ সেজে উঠেছিল নতুন বউয়ের মতোই।

রাতে যখন বরযাত্রী বের হওয়ার কথা এবং অভিষেক ঘোড়ায় চেপে বসার তোড়জোড় করছিলেন, ঠিক সে সময়ই বরযাত্রীর ভিড়ের মাঝে হাজির হয়ে যান জাহ্নবি।

নিজের হাতের শিরা কেটে ফেলেন। রক্তাক্ত অবস্থাতেই অভিষেককে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

তার এমন কাণ্ডে উপস্থিত অতিথিদের মধ্যে কানাঘুষো শুরু হয়। তিনি দাবি করতে থাকেন, ‘দাস’ ছবির সেটেই তার এবং অভিষেকের মধ্যে বন্ধুত্ব শুরু হয়।

অভিষেক এবং তার মধ্যে ব্যক্তিগত নম্বরও আদানপ্রদান হয়েছিল বলে দাবি করেন তিনি। তারপর থেকেই নাকি দু’জনে ফোনে এবং ইমেল-এ কথা বলতে শুরু করেন।

তিনি এও দাবি করেছিলেন, তাদের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল যে অভিষেক নাকি তাকে সিঁদুর পরিয়ে বিয়েও করেছিলেন।

প্রতীক্ষার বাইরে যখন এ নিয়ে তুলকালাম, তখন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিল বচ্চন পরিবার। অভিষেক বা অমিতাভ এ নিয়ে একটা কথাও বলেননি। তার দাবির বিষয়ে কোনও মন্তব্যই করেননি তারা।

তবে পুলিশ ওই নারীকে প্রতীক্ষার বাইরে থেকে সরিয়ে নিয়ে যায়। ওই রাতেই পুলিশ তাকে সাহায্যের আশ্বাস দিয়ে থানায় নিয়ে যান। ওই নারীর কাছ থেকে তাদের বিয়ের প্রমাণ চান। অভিনেত্রী অবশ্য কোনও প্রমাণ দিতে পারেননি।

বিষয়টি কানে গিয়েছিল ঐশ্বয়িারও। বুদ্ধিমতী ঐশ্বরিয়াও কোনও মন্তব্য করেননি সংবাদমাধ্যমের সামনে। সমস্ত নিয়ম মেনে ওই দিনই বিয়ে হয় অভিষেক এবং ঐশ্বয়িার।

পরে অবশ্য এ নিয়ে প্রশ্নের উত্তরে অমিতাভ এবং অভিষেক বিষয়টিকে পুরোপুরি মনগড়া বলে উড়িয়ে দিয়েছিলেন। নেহাত পরিচিতি পাওয়ার জন্যই এ কাজ করেছিলেন বলে দাবি করেন তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024