জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি (অপরের হয়ে পরীক্ষা দেয়া) দেয়ার দায়ে আতিকুর রহমান রাসেল (২৩) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৩ মে) বিকেলে এ রায় ঘোষণা করেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার।
সাজা পাওয়া আসামি আতিকুর রহমান রাসেল ইসলামপুরের পার্শ্ববর্তী পুড়ারচর এলাকার বাসিন্দা এবং তারা মিয়ার ছেলে।
জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী আরমান আহম্মদ (১৭) পারিবারিক বিরোধে বাবার সঙ্গে অভিমান করে বিষপান করেন। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরমান ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর এলাকার শাহিন মিয়ার ছেলে এবং ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময় বাংলা দ্বিতীয় পত্রের দিনে, অসুস্থ আরমানের পরিবর্তে তার খালাতো ভাই আতিকুর রহমান রাসেল কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করেন। তবে পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্তৃপক্ষের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রকৃত পরিচয় প্রকাশ পায়।
ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে ইসলামপুর থানা পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার ইফতেকার বলেন, পরীক্ষায় প্রতারণার মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে পরীক্ষায় প্রক্সি অপরাধে আতিকুর রাসেল মিয়াকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, আদালতের নির্দেশ অনুযায়ী সাজাপ্রাপ্ত রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।