ভারত-পাকিস্তান লড়াই মানেই ক্রিকেটপ্রেমীদের কাছে উৎসবের আমেজ। দুই দেশের দর্শকদের পাশাপাশি পুরো পৃথিবীর দর্শকরাই তাকিয়ে থাকে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে প্রতিবেশি দেশ দুইটি। এই ম্যাচে পাকিস্তানের খেলোয়াড়রা হাতে কালো ব্যাজ পরে খেলবেন পাকিস্তানের ক্রিকেটাররা।
মূলত পাকিস্তানে চলমান বন্যার প্রতি সংহতি প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এ বিষয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত মানুষদের প্রতি সহমর্মিতা জানাতে হাতে কালো ব্যাজ পরে খেলবে পাকিস্তানের ক্রিকেটাররা।
গত বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের বন্যা পরিস্থিতি বেশ খারাপের দিকে। গেল জুন থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যায় এরই মধ্যে হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪ জন। দেশটির প্রায় ৪২ লাখ মানুষ এই বন্যায় আক্রান্ত হয়েছেন।