সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর মাধ্যমে সাইবার বুলিং’র স্বীকার হয়ে সম্মানহানির ঘটনা ঘটেই চলছে৷
মঙ্গলবার (২৬ জুলাই) কুমিল্লার বিশিষ্ট সমাজ সেবক (ছদ্দ নাম ) বাদল সাহেবের বিরুদ্ধে ফেইক আইডি থেকে নানা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘নিলা রহমান’ নামক ফেইক আইডি থেকে কুমিল্লার বিশিষ্ট সমাজ বাদল সাহেব কে উদ্দেশ্য করে একটি মহল নানা রকম কুরুচিপূর্ণ তথ্য ছড়াচ্ছে এতে করে স্থানীয় দের মাঝে ইমেজ সংকটে পড়েছেন তিনি।
স্থানীয়ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায়, তিনি এলাকায় সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত।
এসময় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন ,এই ধরনের হীন কর্মকাণ্ড করে বাদল সাহেব কে ছোটো করা যাবেনা। আমরা এলাকাবাসী তার সাথে আছি ।
এই বিষয়ে সাইবার বুলিং’র শিকার বাদল সাহেবের ছেলে ডেইলি মিরর করে বলেন ” আমার বাবা এলাকার মানুষের কল্যাণে কাজ করেন। আমার বাবার জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে এলাকার কিছু অসৎ মানুষ ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি আইনের আশ্রয় নেওয়ার কথা জানান।
এ বিষয়ে তিনি অপপ্রচার চালানোর কারীদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন বলে জানা গেছে। যাহার জিডি নম্বর:১৯১৪
থানার অফিসার ইনচার্জ মিরর অফ বাংলাদেশ প্রতিবেদক কে জানান, বুলিং’র শিকার হওয়া এক ব্যাক্তির অভিযোগ পেয়েছি, দ্রুতই আসামীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
মিরর/ কুমিল্লা