চোটের কারণে বিশ্বকাপ শেষ সাকিব আল হাসানের। আজ বিকেলে দেশে ফিরে এসেছেন তিনি। একই বিমানে দেশে ফিরছেন ওপেনার লিটন দাস। পারিবারিক কারণে লিটন ঢাকায় এসেছেন বলে শীর্ষ এক গণমাধ্যমকে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
আবার ৯ নভেম্বর পুনেতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের পর আজ পরবর্তী ম্যাচের জন্য দিল্লি থেকে পুনে গেছে বাংলাদেশ দল। সে দলের সঙ্গী হননি লিটন দাস। দিল্লি থেকে ঢাকায় ফিরেছেন বলে টিম সূত্র জানিয়েছে।
একই বিমানে ঢাকায় পৌঁছেন সাকিব-লিটন।
এর আগেও একবার বিশ্বকাপের মধ্যে পারিবারিক কারণে ঢাকায় এসেছিলেন লিটন। সেবারও দুই দিন দেশে থেকে আবার দলের সঙ্গে যোগ দেন।
আগামী ১১ নভেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ৯ নভেম্বর লিটন ফিরে যাবেন বলে জানা গেছে।