বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এর সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩০ জুলাই) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)এর সভাপতি’র আমন্ত্রণে রাজধানী ঢাকার মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে এই বৈঠক হয়েছে।
এসময় এফবিসিআই এর সভাপতি জসিম উদ্দিন, সি: ভাইস প্রেসিডেন্ট হাবিবউল্লা ডন সহ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতি নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশের সাথে উজবেকিসতানসহ মধ্য এশিয়ার দেশসমূহের সাথে বাংলাদেশের বানিজ্য বৃদ্ধি, প্রাকৃতিক গ্যাস ভিত্তিক শিল্প স্থাপন, যৌথ বিনিয়োগের সুবিধা ও সম্ভাবনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি আরো জানান, ২৯ জুলাই উজবেক উপ-প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরটি ছিল উজবেকিস্তান থেকে প্রথম বারের মত সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বানিজ্যিক সফর। সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ হতে (এফবিসিসিআই) FBCCI Delegation শীঘ্রই উজবেকিস্তান সফর করবেন।
সৃজিত হবে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র-উপকৃত হবে বাংলাদেশ।
মিরর/ এম আর