পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল ২০২৫ এর পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: আনোয়ার পারভেজ।
এছাড়াও একই দায়িত্বে আরও থাকবেন রামেক ছাত্রদলের সাবেক সভাপতি ও রাজশাহী মহানগর শাখার সাবেক সহ সভাপতি ডা: গোলাম রব্বানী। শনিবার (১৯ এপ্রিল) দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সূত্রে এই তথ্য জানা যায়।
এর আগে গতকাল পাবনা জেলা শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ সংগ্রাম তালুকদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যবেক্ষকের দায়িত্বে আসেন ইবির এই ছাত্রনেতা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০শে এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির এবং পাবনার টিম প্রধান ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল।
এছাড়াও উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ এবং মোকছেদুল মোমিন মিথুন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত কাউন্সিলে প্রধান পর্যবেক্ষক হিসেবে মনোনীত করা হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আহব্বায়ক মোঃ শাহেদ আহম্মেদ।
উক্ত কাউন্সিল সুষ্ঠভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আহ্বায়ক সুলতান আহমেদ রাহী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছেন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদল সভাপতি আল-মামুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল মিঠু।
উক্ত কাউন্সিলে উপস্থিত থাকবেন পাবনা জেলা শাখা ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান প্রিন্স। এডওয়ার্ড কলেজ মাঠ প্রাঙ্গনে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত এই কাউন্সিল চলবে বলে জানা যায়।
পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: আনোয়ার পারভেজ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর সংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ-এর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা।
আমার উপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ এবং আদর্শিক প্রতিশ্রুতি নিয়ে পালন করব ইনশাআল্লাহ।