চাঁদপুরের মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া খোরশেদ বেপারী নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ।
পরে তিনি মাছটি জেলা শহরের হরিণা ফেরিঘাট সংলগ্ন আড়তে ১০ হাজার ১০০ টাকায় মো. ইউসুফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে পাঙ্গাস মাছটি হরিণাঘাটের আড়তে এ ঘটনা ঘটে।
খোরশেদ বেপারী জানান, নদীতে জাল বেয়েই আমার সংসার চলছে। এখন নদীতে ইলিশের পাশাপাশি বড় বড় পাঙাস মাছও ধরা পড়ছে। তবে অন্যান্য দিনে ধরা পড়া পাঙাসের সাইজের তুলনায় এই মাছটি অনেক বড়। এটি ভালো দামে বিক্রি করতে পেরে মনে আনন্দ লাগছে।
মাছটির ক্রেতা ইউসুফ বলেন, আড়তে প্রতিদিনই ইলিশ, পাঙ্গাস আইর, বাঘাআইর, পোয়া, চিংড়ি ও রিডাসহ নানা প্রজাতির মাছ জেলেরা নিয়ে আসেন। আমি সবসময়ই বড় সাইজের মাছগুলো কিনে থাকি। তাই এবার ১৪ কেজি ওজনের এই পাঙাসটি ১০ হাজার ১০০ টাকা দিয়ে কিনেছি।
তিনি আরও জানান, মাছটি আমি আরও ভালো দামে বিক্রির চেষ্টা করবো।