রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন-৩ এর বক্স গার্ডার পড়ে একটি প্রাইভেট কারের চার আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরার জসিম উদ্দিন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি কীভাবে ঘটল জানতে চাইলে বিআরটি এর ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম মিরর অফ বাংলাদেশ-কে বলেন, ঘটনা সত্যিই দুঃখজনক।
দুর্ঘটনাটি ঘটেছে ক্রেন ফেল করার কারণে। নির্মাণ এলাকাতেই বক্স গার্ডারটি ক্রেনে করে উপরে উঠাচ্ছিল। কিন্তু ক্রেন হঠাৎ করে ফেল করায় গার্ডার নির্মাণ এলাকার বাইরে রাস্তায় চলে আসে এবং গাড়ির উপর পড়ে।
তিনি আরও বলেন, কী কারণে ক্রেন ফেল করেছে সেটি এখনই বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, ক্রেনে মেকানিক্যাল ত্রুটি হতে পারে। যার ফলে ভারসাম্য হারিয়ে ক্রেনটি উল্টে যায় এবং গার্ডারটি রাস্তার উপরে পড়ে। যদি সোজা থাকত তাহলে নির্মাণ এলাকাতেই পড়ত।