রাজধানী ঢাকার উত্তরায় গার্ডার দুর্ঘটনায় নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। দাফনকৃতরা হলেন-ঝরনা, তার দুই শিশুসন্তান জান্নাত ও জাকারিয়া এবং বড় বোন ফাহিমা।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১১টায় জামালপুরের মেলান্দহ উপজেলার আগ পয়লা গ্রামে ঝরনা, তার দুই সন্তান জান্নাত ও জাকারিয়া এবং রাত সাড়ে ১১ টার দিকে জেলার ইসলামপুর উপজেলার ঢেংগারগড়ে ফাহিমার জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
উত্তরায় গার্ডার দুর্ঘটনায় নববধূ রিয়া মনির খালা নিহত ঝর্না বেগম ও তার শিশু সন্তান জাকারিয়া ও জান্নাতের মরদেহ বহনকারী গাড়িটি গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহের আগ পয়লা গ্রামে পৌঁছলে ভীর করে শত শত উৎসুক জনতা।
সোমবার বিকেলে বিয়ে অনুষ্ঠান শেষে আশুলিয়া যাবার পথে রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় ৫জন নিহত হন।
এর মধ্যে ঝর্ণা বেগম ও তার সন্তান জাকারিয়া এবং জান্নাতের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার আগ পয়লা গ্রামে। আর ঝর্ণা বেগমের বড় বোন ফাহিমার বাড়ি ইসলামপুর উপজেলার লাউদত্ত গ্রামে।
দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া নবদম্পতি হৃদয় হাসান ও রিয়া মনি গুরুতর আহতবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হঠাৎই এমন মৃত্যুতে হতবাক নিহতদের স্বজনসহ এলাকাবাসী।