প্রশ্ন : জনৈক ব্যক্তি ঈদগাহের জন্য এক খণ্ড জমি ওয়াক্ফ করেন। সেখানে ঈদের নামাজ আদায় করা হয়। এখন ওয়াক্ফকারী জীবিত নেই, তাঁর ওয়ারিশরা প্রয়োজনের কারণে ওই ঈদগাহকে কবরস্থান বানাতে চায়। জানার বিষয় হলো, ওই ঈদগাহকে কবরস্থান বানানো বৈধ হবে কি?
-জুবায়ের আহমদ, ময়মনসিংহ
উত্তর : ইসলামের দৃষ্টিতে জমি যে উদ্দেশ্যে ওয়াক্ফ করা হয় তার বিপরীত অন্য কাজে ব্যবহার বৈধ নয়।