1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
ইবিতে শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবি ছাত্রদলের » দ্যা মিরর অব বাংলাদেশ
২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:১০|

ইবিতে শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবি ছাত্রদলের

 যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার সংবাদটি পড়া হয়েছে
491013012 2134455670407390 1677741327732837249 n

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে খুন করার প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবি করে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

 

সোমবার (২১ এপ্রিল) বেলা দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

 

মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করে উল্লেখ্য করে বক্তারা বলেন, একদল সন্ত্রাসী পারভেজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আর কোন লাশ দেখতে চাই না। জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদল করে বলে সবাই নিরব।

 

গতকাল থেকে সার্জিসের আর কোন ফেসবুক পোস্ট আমরা দেখলাম না। পারভেজ ছাত্রদল করে, এটাই কি তার অপরাধ? অনতিবিলম্বে আমাদের সহযোদ্ধা ভাইকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, রোকনউদ্দিন, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, নুর উদ্দিন, রাফিজ আহমেদ, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক হোসেন’সহ সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী। মানববন্ধনে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আমরা পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোন হত্যা, খুন থাকবে না৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কয়েকজন ছাত্রনেতা আমাদের ভাই পারভেজ কে নির্মমভাবে হত্যা করেছে।

 

তারা যুগ্ম আহবায়ক পদে আছে, কিন্তু তাদের প্রশাসন এখনো গ্রেফতার করেনি। তুচ্ছ একটা ঘটনায় প্রক্টর অফিসে অভিযোগ দেওয়া হয়েছিল, প্রক্টর স্যার তার সমাধান করে দিয়েছেন কিন্তু তারপরেও আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার জন্য দায়ী ইংরেজি বিভাগের সেই কালপ্রিটদের শাস্তি দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবী জানাই, শুধু এই ৩ জনকে গ্রেফতার করলে হবে না, প্রকৃত কালপ্রিটদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

 

উল্লেখ্য, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত ঘাতকরা এখনো অধরা। নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। এ ঘটনায় বনানী থানায় আটজনকে আসামি করে শনিবার রাতে একটি মামলা করেছেন নিহত শিক্ষার্থীর ভাই হুমায়ুন কবির।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024