ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৬-১৭ ও ২০১৮-১৯ এর মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবারের মরহুম ইব্রাহিম স্মৃতি আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর পর্দা নামছে। ফাইনাল ম্যাচটি দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১০ নভেম্বর) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সাবেক শিক্ষক মরহুম ইব্রাহিম হোসেন স্মৃতিচারণে গত শনিবার থেকে আরম্ভ হওয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বিভাগটিতে চলমান ৫টি বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮দিন ব্যাপি এই ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে আগামী শনিবার।
এসময় বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে বলেও বিভাগ সূত্রে জানা যায়।
প্রসঙ্গত, “খেলাধুলা না করে নিছক বিদ্যা অর্জন যৌবনের উদ্যম, শক্তি ও কর্মক্ষমতার অপচয় ঘটায়” এই উপজীব্যকে ধারণ করে এবছর এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।