আটককৃতরা হলেন উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউরিয়া কারিগর পাড়ার মৃত আসলাম উদ্দীনের ছেলে শাহ আলম শাহীন (৫০) কুষ্টিয়া সদরের মিল পাড়া এলাকার লোকমান মোল্লার ছেলে শরিফুল মোল্লা (৩৫) আড়ুয়া পাড়া এলাকার শহিদুল হকের ছেলে মুরাদ হোসেন (৫০)।
জানা যায়, অটোরিকশা মালিক আব্দুল্লাহর নিকট থেকে শাহা আলম শাহিন নামের ব্যক্তি অটো ভাড়া নিয়ে কয়েকদিন চালানোর পর ১৪ ডিসেম্বর ২০২৪ সালে হঠাৎ করেই উধাও হয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেলে গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা থানার উত্তর ভবানীপুর মোল্লা পাড়া এলাকায় চোর চক্রের সদস্যদের ইজি বাইক বিক্রির সংবাদ পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হলেও শাহা আলমের স্ত্রী রেখা খাতুন পালিয়ে যান। পরবর্তীতে তাদের আটক করে কুমারখালী থানায় নিয়ে আসা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, ইজি বাইক চোর চক্রের ৩ সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।