1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  4. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  5. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
আশেক মাহমুদ কলেজে ইংরেজি বক্তৃতা প্রতিযোগীতা শুরু হচ্ছে কাল » দ্যা মিরর অব বাংলাদেশ
২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ৮:৪০|

আশেক মাহমুদ কলেজে ইংরেজি বক্তৃতা প্রতিযোগীতা শুরু হচ্ছে কাল

সাকিব আল হাসান নাহিদ জামালপুর
  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার সংবাদটি পড়া হয়েছে
ttg

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের “ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব”এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংরেজিতে বক্তৃতা প্রতিযোগীতা। আগামীকাল (১০ ফেব্রুয়ারী) সোমবার শুরু হয়ে এ প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ ফ্রেব্রুয়ারী। এ উপলক্ষে প্রচারনা করেছে ক্লাবটির সদস্যরা।

 

  ক্লাব সুত্রে জানা যায়, ইংরেজি এ বক্তৃতা প্রতিযোগীতায় সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণি থেকে মাস্টার্সে অধ্যায়নরত যে কেউ অংশগ্রহণ করতে পারবে।  আগামীকাল কলেজের ইংরেজি বিভাগে দুপুর ১২-টা থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগীতার প্রথম রাউন্ড সবার জন্য উন্মুক্ত থাকবে। 

 

ক্লাবের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক জোবায়ের হাসান জানান, আমাদের ক্লাব থেকে প্রথম বারের কলেজব্যাপী এমন আয়োজন হতে যাচ্ছে। আগ্রহীদের রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে। অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দনুযায়ী যেকোন টপিক নিয়ে বক্তৃতা দিতে পারবে। বক্তৃতায় বিজয়ীদের সনদপত্র সাথের অর্থ পুরস্কার দেওয়া হবে।

ddd

ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. আতাউল গণি ওসমানী বলেন, আমাদের ক্লাবের কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠবে। এটি শিক্ষার্থীদের আরো আত্মবিশ্বাসী ও সৃজনশীল হতে সহায়তা করবে।

 

ভবিষ্যতে আমাদের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, বানান প্রতিযোগিতা সহ নানা কার্যক্রম পরিচালিত হবে।

 

এ প্রসঙ্গে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ বলেন ‘লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক মুলক অনুষ্ঠানে অংশ গ্রহনের ফলে শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে। বিশেষ করে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বর্তমান সময়ে একজন শিক্ষার্থী সুস্পষ্ট মেধার বিকাশে পরিপূরক ভূমিকা রাখতে সক্ষম হয়।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024