সাভারের আশুলিয়ায় ঢাকা থাই অ্যালুমিনিয়াম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ৩২ মিনিটে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার শ্রমিকরা আগুন নিভিয়েছে বলে জানান তিনি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুমেন বড়ুয়া বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই কারখানার আগুন নেভানো হয়েছিল। ওই কারখানায় ওয়েড়িং মেশিন দিয়ে কাজ করছিলেন শ্রমিকরা। মূলত সেখান থেকেই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে শ্রমিকরা কারখানার ভেতর থেকে মালপত্র বের করায় তেমন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।