মরুর বুকে বিশ্ব ফুটবল আসরে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
ডু অর ডাই ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে বেশ কিছু ইনজুরির শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সেরা একাদশই পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
ইনজুরির শঙ্কা উড়িয়ে দিয়ে ফিরছেন আর্জেন্টিনার মিডফিল্ডের মূল ভসরা রদ্রিগো ডি পল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামেনি ডি মারিয়া। তবে উরুর চোট থেকে সেরে উঠেছেন এই উইঙ্গার। ডাচদের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন তিনি, এটা বলাই যায়। বরাবরের মতো লে আলবিসেলেস্তেদের গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ।
সেলেসাওদের মূল রক্ষণভাগের দায়িত্বে থাকবেন ওটামেন্ডি ও রোমেরো। লেফট ব্যাক ও রাইট ব্যাক থেকে তাদের সঙ্গে থাকবেন মলিনা এবং আকুনা।
আক্রমণভাগে বিশ্বসেরা লিওনেল মেসির সঙ্গে থাকবেন আলভারেজ ও ডি মারিয়া। মধ্যমাঠে ডি পলের সঙ্গে মার্ক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ।
পরিসংখ্যান বলছে, নেদারল্যান্ডস বরাবরই কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনার জন্য। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে ডাচরা। ৯ বারের দেখায় তারা জিতেছে ৪টি ম্যাচ, আর্জেন্টিনার জয় ৩টিতে, ড্র হয়েছে ২টি।
বিশ্বকাপে এর আগে পাঁচবার দেখা হয়েছে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের। এখানে আবার সমানে সমান দুই দল। নেদারল্যান্ডস দুইটি ম্যাচ জিতেছে, আর্জেন্টিনাও দুটি। একটি ম্যাচ হয়েছে ড্র।
সবশেষ দুই দলের দেখা হয়েছিল ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে। সেই ম্যাচ গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ডাচদের কাঁদিয়ে ফাইনালে নাম লেখায় লিওনেল মেসির দল।