মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় এবং শেষ ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথম দুই ওয়ানডের দলে ১৬ জন ক্রিকেটার থাকলেও তৃতীয় ওয়ানডের দলে আছে ১৪ জন।
দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন এবং শরীফুল ইসলাম। তবে, ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়া মেহেদী হাসান মিরাজ আগের দুই ম্যাচ খেলতে না পারলেও তৃতীয় ওয়ানডের দলে তাঁকে রাখা হয়েছে।
বাংলাদেশের স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিম আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাদিজুর রহমান, হাসান মাহমুদ, রনি তালুকদার।