টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে পাঁচ দিন হয়ে গেল। এখনো বিশ্বকাপ মিশন শুরু হয়নি বাংলাদেশের। বাংলাদেশ সময় আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে গতকাল অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ।
বিশ্বকাপের আগে ছন্দে নেই শান্ত-লিটনরা। ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য পুরো দলই ভালো ক্রিকেট উপহার দিতে পারছেন না। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে নিয়মিত ট্রল করা হচ্ছে, বলা হচ্ছে দোয়া চাওয়া ছাড়া এ দলের আর কিছু করার নেই। নেটিজেনরা রসিকতা করে মায়ের দোয়া ক্রিকেট টিম নামে ডাকছেন।
বাংলাদেশ দলকে নিয়ে যে এমন ট্রল করা হয়, তা নিয়ে অবগত আছেন সাকিব আল হাসান।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গতকাল শরীফুল ইসলাম ছাড়া দলের সবাই অনুশীলন করেছেন। অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন সাকিব আল হাসান। সেখানে থাকা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খানিকটা রসিকতা করে সাকিব বলেন, ‘এখন তো বলতে পারতেছি না দোয়া করেন, কারণ আমরা তো মায়ের দোয়া টিম হয়ে গেছি! দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছি!’
সাকিব রসিকতা করে এসব বললেও সাম্প্রতিক ফর্ম বাংলাদেশের পক্ষে কথা বলছে না। বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের শেষ ম্যাচ হারের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ হেরেছে বাংলাদেশ দল। যে হার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। সমালোচনায় বিদ্ধ বাংলাদেশের টপ অর্ডার শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে কিনা এ নিয়েই এখন সবচেয়ে বেশি কৌতূহল।