বিপিএলে চলছে ইফতিখার শো। প্রতি ম্যাচেই ঝড় তুলছেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান। গতকাল সেঞ্চুরি করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন আজ।
৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে ফরচুন বরিশালকে এনে দিয়েছেন বড় সংগ্রহ। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ৫ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় বরিশাল। লক্ষ্যে ব্যাট করছে ঢাকা। ২ ওভার শেষে তাদের স্কোর বিনা উইকেটে ১০ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের দলের। ১৭ রানের ভেতরই হারিয়ে ফেলে দুই ওপেনার সাইফ হাসান (১০) ও এনামুল হক বিজয়কে (৬)। দ্রুত বিদায় নেন মেহেদী হাসান মিরাজ (১৭) এবং চতুরাঙ্গা ডি সিলভাও (১০)। ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে তাই বিপাকে পড়ে বরিশাল।
কিন্তু সাকিবের ব্যাটিং দেখে তা মনেই হয়নি। আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের এসেই তুলোধুনো করতে থাকেন বরিশাল অধিনায়ক। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহককে অবশ্য বেশি ভয়ঙ্কর হতে দেয়নি ঢাকা। মুক্তার আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১৭ বলে ৪ চার ও ১ ছয়ে ৩০ রান করা সাকিব।
তবে পরে বরিশালের আর কোনো উইকেটই নিতে পারলো না ঢাকা। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে চাপের মুখ থেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ ও ইফতেখার আহমেদ। মাহমুদউল্লাহর ব্যাট যদিও সেভাবে কথা বলেনি। তবে ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন ইফতেখার।
অপরপ্রান্তে ৩১ বলে ২ চার ও ১ ছক্কায় কেবল ৩৫ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। তবে ইফতেখারের সঙ্গে তার অবিচ্ছিন ৮৪ রানের জুটি দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।