বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।
বার্কলের সঙ্গে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাবেঙ্গা মুকুলানি। পরে মুকুলানি নিজের নাম প্রত্যাহার করে নিলে চেয়ারম্যান নির্বাচিত হন বার্কলে। দুই বছরের জন্য তার (বার্কলে) চেয়ারম্যান পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
বার্কলের পুনরায় আইসিসির চেয়ারম্যান হওয়ার পেছনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সমর্থন আছে। প্রাথমিকভাবে এবার একজন প্রার্থী দিতে চাইলেও বর্তমান চেয়ারম্যানের বিপক্ষে প্রার্থী দেয়নি বিসিসিআই।
দ্বিতীয় ধাপে আইসিসি পরিচালক হওয়ার পর বার্কলে বলেন, গত দুই বছরে আমরা আমাদের বৈশ্বিক প্রবৃদ্ধির কৌশল চালু করার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। যা আমাদের খেলাধুলার জন্য একটি সফল এবং নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে। ক্রিকেটে জড়িত হওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং আমি অপেক্ষায় আছি। বর্তমানে আমাদের খেলাকে শক্তিশালী করার জন্য আমাদের সদস্যদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়া এবং সেই সাথে এটিকে আরও বাড়াতে চাই যেন পুরো বিশ্ব ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে।
বার্কলেকে অভিনন্দন জানিয়েছেন মুকুলানি। মুকুলানি বলেন,আবারও আইসিসির চেয়ারম্যান হওয়ায় বার্কলেকে অভিনন্দন। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তার নেতৃত্ব খুবই কাজে দেবে। এ কারণেই আমি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াই।
অকল্যান্ডভিত্তিক বাণিজ্যিক কোম্পানির আইনজীবী বার্কলে ২০২০-এর নভেম্বরে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এর আগে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) চেয়ারম্যান ছিলেন বার্কলে। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপের পরিচালক ছিলেন নিউজিল্যান্ডের এ সংগঠক।