বাংলাদেশের জন্য অপয়া ভেন্যু শারজাহ। ঐতিহ্য সমৃদ্ধ এই মাঠে ৭ ম্যাচ খেলে একটিতেও জয় না পাওয়া বাংলাদেশের সামনে প্রতিপক্ষ আজ আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে জিতে উড়তে থাকা আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
দুই দলের অতিত রেকর্ডেও আফগানরাই এগিয়ে রয়েছে। এ পর্যন্ত দুই দলের ৯ বারের দেখায় একটি পরিত্যাক্ত ছাড়া ৫টি ম্যাচে জয় আফগানিস্তানের, ৩টি জিতেছে বাংলাদেশ।
টস জিতে সাকিব বলেছেন, ‘টস জিতলে আমরা প্রথমে ব্যাট করার আলোচনাই করেছি। আমি মনে করি আফগানিস্তানের জন্য আগে বোলিং করা কঠিন হবে, তাই আমরা সেটাই করতে চেয়েছি।’
বাংলাদেশের একাদশ সাজানো হয়েছে তিনজন পেসার এবং দুইজন স্পিনার নিয়ে। সাকিব বলেছেন, ‘তিন পেসার ও দুই স্পিনারে আমাদের বোলিং অনেকটাই কভার। টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান খুব ভালো দল, আমরা তাদের বোলারদের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করি আমরা সেটা দেখাতে পারব।’
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, আনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মোসদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী।