1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ » দ্যা মিরর অব বাংলাদেশ
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| রাত ১০:২১|
শিরোনামঃ
কুবি কর্মকর্তাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল জুলাই গণ-অভ্যুত্থানে জাবিতে হামলার ঘটনায় সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের পেনশন সুবিধা বাতিল সানিয়াকে ছাড়ার পর ‘বদলে গেল’ ছেলের সঙ্গে শোয়েবের সম্পর্ক আবিদুর-অর্ণবের নেতৃত্বে কুবির মার্কেটিং ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত মানসিক ভারসাম্যহীন নারীকে হাত-পা বেঁধে নির্যাতন কুবির নজরুল হলে ইফতারের টাকা আত্মসাতের অভিযোগ! কুবিতে ফেনী স্টুডেন্টস এসোসিয়েশন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুবিতে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে কোরআন বিতরণ

আফগানিস্তানকে উড়িয়ে সুপার ফোরে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩ বার সংবাদটি পড়া হয়েছে
bangladesh 20230903231418

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দলটির বিপক্ষে তুলে নিয়েছে ৮৯ রানের বিশাল জয়। শ্রীলঙ্কার কাছে বড় হারে আসর শুরু করলেও এ জয়ে টুর্নামেন্টে ভালোভাবেই টিকে রইলো টাইগাররা। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানরা বড় কোনো অঘটন না ঘটিয়ে দিলে সুপার ফোর প্রায় নিশ্চিত বাংলাদেশের।

আজ রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৩৪ রান জমা করে বাংলাদেশ। সেই রান তাড়ায় নেমে ৩৩ বল আগেই থামে আফগানদের রানের চাকা। দলটি সবকটি উইকেট হারায় ২৪৫ রান করতেই।

বাংলাদেশের দেওয়া ৩৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নামা আফগানিস্তানের শুরুটা ছিল বেশ বাজে। শরীফুল ইসলাম দ্বিতীয় ওভারেই ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশকে। তার ভেতরের দিকে ঢোকা বল শট খেলতে গিয়ে মিস করেন রহমানুল্লাহ গুরবাজ, বল লাগে প্যাডে। আম্পায়ার আউট দেওয়ার পরও গুরবাজ রিভিউ নেন। তবে ইমপ্যাক্ট ৩ মিটারের বেশি দূরত্বে আম্পায়ার্স কল ছিল, উইকেটেও তাই। কিন্তু সেটি গুরবাজের পক্ষে আসেনি।

দলীয় ১ রানে প্রথম উইকেট হারানো আফগানরা এরপর পাওয়ারপ্লে দেখেশুনেই কাটিয়ে দেয়। এই সময়ে আসে ৩৭ রান। রহমত শাহকে নিয়ে ইব্রাহিম জাদরান বড় জুটি গড়ার পথেই ছিলেন। তবে সে সময় বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। তার সিম-আপ ডেলিভারিটা ঢুকছিল ভেতরের দিকে, বড় শটের চেষ্টা করেছিলেন রহমত। তবে বলের নাগাল পাননি। ৫৭ বলে ৩৩ রান করে বোল্ড হন তিনি, তাতে থামে ৭৮ রানের জুটি।

এরপর ফিফটির দেখা পেয়ে ঝোড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি পথে অগ্রসর হওয়া ইব্রাহিমকে ফেরান হাসান মাহমুদ। তবে এই উইকেটের সমান কৃতিত্ব পাবেন উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমও। হাসানের সিম-আপ ডেলিভারিতে ব্যাট চালিয়েছিলেন ইব্রাহিম, হন এজড। মুশফিক ডানদিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নেন সেই ম্যাচ। ইব্রাহিমকে থামতে হয় ৭৪ বলে ৭৫ রান করে।

ইব্রাহিমকে হারিয়ে সে সময় কিছুটা ধাক্কা খায় আফগানিস্তান। তাই দলটির অধিনায়ক হাশমতুল্লাহ শুরুটা করেন বেশ সাবধানী। প্রথম ১৭ বলে তিনি করেন মাত্র ৬ রান। পরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রানের গতি বাড়িয়ে ৫৪ বলেই তিনি তুলে নেন ফিফটি। কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি তিনি। ইনজুরি থেকে ফেরা মেহেদী হাসান মিরাজ নাজিবুল্লাহকে ১৭ রানে বোল্ড করার পর শরীফুলের বলে আউটসাইড-এজড হয়ে ডিপ থার্ডম্যানে ধড়া পড়েন হাশমতুল্লাহ। আফগান অধিনায়কের ব্যাট থেকে আসে ৫১ রান।

পরপর দুই ওভারে দুই উইকেট হারানো আফগানরা এরপর আর বেশি প্রতিরোধ গড়তে পারেনি। বড় শট খেলতে গিয়ে শরীফুলের বল বোল্ড হন গুলবদিন নাইব (১৫)। একই পরিণতি হয় মোহাম্মদ নবীর (৩), তিনি তাসকিনকে মারতে গিয়ে ধরা পড়েন ডিপ মিড উইকেটে থাকা আফিফ হোসেনের হাতে। এরপর যা করার রশিদ খান একাই করেছেন। খেলেছেন বেশ বড় কয়েকটি শট। তবে তাতে কমেছে শুধু হারের ব্যবধান।

রশিদ শেষ পর্যন্ত থামেন তাসকিনের স্লোয়ারে। বড় শট খেলতে গিয়ে তিনি তালুবন্দি হন সাকিবের। ২৪ রান করেন তিনি। এর আগে মুজিব উর রহমানকেও (৪) ফেরান এই পেসার। দলের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন তিনি। শরীফুলের পকেটে গেছে তিন উইকেট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024