কুষ্টিয়ার কুমারখালিতে আন-নূর সেবা সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) পান্টি ইউনিয়নের গোরস্থান পাড়া জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৭০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ সাইদুর রহমান সাঈদ, ডাক্তার, আব্দুস সালাম ভূট্টো, মিজানুর রহমান, মো: বনি আমিন, মো: হেলাল উদ্দিন, বনি আসাদ, আয়াতুল্লাহ, সুজন আহমেদ, আল মামুন, এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন পরে আন- নূর সেবা সংস্থা যেন তাদের নতুন ধারার কাজের উদ্যম ফিরে পেয়েছে। তাদের সেবামূলক কাজের মাধ্যমে সারাদেশ ও পৃথিবীব্যাপী পরিচিত পাক এ কামনা করছি।
আয়োজকেরা জানান, সমাজ জীবনে সকল ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা থেকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের।