২৯তম ‘আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা (আইএমসি) ২০২২’ এ দলগতভাবে দশম স্থান অধিকার করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলের সম্মিলিত স্কোর ১৯৭ দশমিক ৮০।
বুধবার (১০ আগষ্ট ) রাত সাড়ে ১০টায় ‘ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস’ ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
আমেরিকান ইউনিভার্সিটি ইন বুলগেরিয়ায় ১-৭ আগস্ট অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৫০টিরও বেশি দেশের সাত শতাধিক শিক্ষার্থী অনলাইন ও অফলাইন মাধ্যমে অংশগ্রহণ করেন।
আইএমসি বিশ্বব্যাপী আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা যা স্নাতক পর্যায়ে অধ্যয়রত বিশ্বের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আর্থিক ও ব্যাকবন টেকনোলজির কারিগরি সহযোগিতায়
প্রথমবারের মতো বাংলাদেশের পাঁচ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে চারজনই প্রথম পুরস্কার পেয়েছেন।তারা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের সাব্বির রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেহেদী হাসান নওশেদ ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের জুবায়ের রহমান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অতনু রায় চৌধুরী।
প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার অর্জনকারী আরেক শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মো. হাসান কিবরিয়া।