আসন্ন ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসাতে প্রায় ৪ হাজার জন অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি – পিস ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত খোকসা পৌরসভার কমলাপুর এলাকায় পোশাক বিবরণের আয়োজন করে স্থানীয় আব্দুল মজিদ ফাউন্ডেশন।
বিতরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল মাছুম মুর্শেদ শান্তর সহধর্মিণী মেরিনা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, সদস্য রাজু আহমেদ প্রমুখ।
জানা গেছে, আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে আওয়ামী লীগ নেতা আল মাছুম মুর্শেদ শান্ত প্রতিবছরই অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। তবে ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা শান্ত পলাতক রয়েছেন। সেজন্য এবছর তার স্ত্রী মেরিনা আফরোজ পোশাক বিতরণ করেন। বিনামূল্যে পোশাক পেয়ে খুশি ভোক্তারা।
এ বিষয়ে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সরুজ আহমেদ বলেন, আওয়ামী লীগ নেতা শান্তর পক্ষ্য থেকে দুস্থ ও অসহায়দের মাঝে দুই হাজার পিস শাড়ি, এক হাজার পিস লুঙ্গি ও ৫০০ পিস করে থ্রি পিস ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।