1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
আঘাত এলে ‘প্রতিরোধ’ করুন: তথ্যমন্ত্রী » দ্যা মিরর অব বাংলাদেশ
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ৬:৫১|
শিরোনামঃ
মোবাইল কেড়ে নেওয়ায় বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন আজ ব্যানার লাগানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, আহত ৩ উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা গাজার একমাত্র ক্যান্সার হাসপাতালটি ধ্বংস করলো ইসরায়েল দুপুরের মধ্যে তিন বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস কুমারখালীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল “ওয়ান টু থ্রি ফোর, আওয়ামীলীগ নো মোর” স্লোগানে জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কুমারখালীতে বিক্ষোভ কুমারখালীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো আন-নূর সেবা সংস্থা

আঘাত এলে ‘প্রতিরোধ’ করুন: তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৮ বার সংবাদটি পড়া হয়েছে
news 19

সনাতন ধর্মাবলম্বীদের ওপর কেউ আঘাত হানলে, ‘প্রতিরোধ’ করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এক্ষেত্রে আওয়ামী লীগ ও সরকার তাদের পাশে থাকবে।সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, এই দেশ আপনাদের।

 

 

সবার মিলিত রক্ত স্রোতের বিনিময়ে এই দেশ রচিত হয়েছে। আপনারা কেউ হীনমন্যতায় ভুগবেন না। এ দেশের মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন। কেউ আঘাত হানলে প্রতিরোধ করবেন।

 

 

শুক্রবার (১৮ আগস্ট) চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদকের এই আহ্বান এল।

প্রতিবছরের মত এবারও বন্দরনগরীর জে এম সেন হল প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাছান মাহমুদ ছিলেন প্রধান অতিথি।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর কয়েক মাইল দীর্ঘ শোভাযাত্রা শুরু হয়। নানা বয়সী হাজারো মানুষ অংশ নেন এই শোভাযাত্রায়। বিভিন্ন উপজেলা থেকেও ভক্তরা আসেন শোভাযাত্রায় অংশ নিতে।উদ্বোধনী অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, চট্টগ্রামের এই আয়োজন জাতীয় অনুষ্ঠান।

 

চট্টগ্রামে দুর্গা পূজার আয়োজনও অনেক বড় করে হয়। একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে গত দুর্গা পূজার মত দেশে আবারো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে একটি সাম্প্রদায়িক শক্তি। কিন্তু বরাবরের মত সরকার তাদেরকে কঠোর হাতে দমন করবে।

আরো পড়ুন:সিরিয়ায় ব্যাপক গোলাবর্ষণে শিশুসহ নিহত ১৩

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার ‘মিলিত রক্তস্রোতের’ বিনিময়ে। আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

বাংলাদেশে একটি রাজনৈতিক দল আছে, একটি রাজনৈতিক পক্ষ আছে, যারা সাম্প্রদায়িকতাকে পুঁজি করে, তারা নির্বাচন এলে সাম্প্রদায়িক স্লোগান দেয়। আওয়ামী লীগকে গালাগাল করে যে, আমরা হিন্দুদের দল। আমরা সব মানুষের দল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সব মানুষের দল হচ্ছে আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন এলে একটি দল এই ধরণের সাম্প্রদায়িক স্লোগান দেয়।

আরো পড়ুন:সারাদেশে বাউবির এসএসসি পরীক্ষা শুরু

যখনই যারা সাম্প্রদায়িক উসকানি দিয়েছে, সরকার তাদের ‘কঠোর হস্তে’ দমন করেছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

পরে শ্রী কৃষ্ণের জন্মতিথির স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। কৃষ্ণ, রাধা, দেবকী ও বাসুদেব, কংস রাজার কারাগারসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ট্রাকে করে শোভাযাত্রায় অংশ নেয় শিশু-কিশোরররা।

 

বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত নগরীর জেএম সেন হলে এসব অনুষ্ঠানের আয়োজন করেছে ‘শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ’।

 

মহাশোভাযাত্রার পাশাপাশি ধর্ম মহাসম্মেলন, মাতৃ সম্মেলন, পূজা এবং নামসংকীর্তন হবে এই পাঁচ দিনে।

 

শুক্রবার দুপুরে মাতৃসম্মেলন এবং বিকালে ধর্মসভা হবে। ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থাকার কথা রয়েছে সেখানে।

 

শনি ও রবিবার মহানাম সংকীর্তন শেষে সোমবার সকালে পাঁচ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024