1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
আইসিসি’র বর্ষসেরা ওয়ান-ডে একাদশের ক্যাপ পেলো মুশফিক » দ্যা মিরর অব বাংলাদেশ
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৩:৫৭|

আইসিসি’র বর্ষসেরা ওয়ান-ডে একাদশের ক্যাপ পেলো মুশফিক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৫ বার সংবাদটি পড়া হয়েছে
296282045 2281078678717648 1010556083910449146 n 3

গত বছর ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ সময় কাটান মুশফিক। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেন।

 

দারুণ এই ব্যাটিং নৈপুণ্যের স্বীকৃতি পেয়েছেন অনেক আগেই, এবার উপহারটি বুঝে পেলেন মুশফিকুর রহিম। ২০২১ আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে ছিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেই দলের সদস্য হিসেবে বিশেষ স্মারক ক্যাপ দেওয়া হয়েছে সবাইকে। স্মারক ক্যাপটি পেয়েই মাথায় তুলেছেন মুশফিক, ছবি তুলে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও।

 

 

২০২১ আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের ক্রিকেটারদের আধিপত্য ছিল। মুশফিক ছাড়াও একাদশে রাখা হয় সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। একাদশের অন্যান্য সদস্যের মতো বাংলাদেশের এই দুই ক্রিকেটারকেও স্মারক ক্যাপ উপহার দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

 

 

এর আগে, জানুয়ারিতে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। পাঁচ মাস পরে এসে স্মারক ক্যাপ দেওয়া হলো একাদশের ক্রিকেটারদের। ক্যাপের ওপরে লেখা, ‘আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার’।’ ক্যাপ পরে ছবি তুলে তা ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পোস্ট করেছেন মুশফিক। ছবিটি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

 

 

গত বছর ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ সময় কাটান মুশফিক। ডানহাতি অভিজ্ঞ এই ব্যাটসম্যান ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও ২টি হাপ সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেন। যা ছিল বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ সর্বোচ্চ। এ সময় গ্লাভস হাতে সেভাবে দায়িত্ব পালন না করলেও আইসিসির বর্ষসেরা একাদশে তাকেই উইকেটরক্ষক করা হয়।

 

 

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ভানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024