শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দলের আসছে ব্যস্ততা এখন টেস্ট সিরিজ নিয়ে। তবে লাল বলের ক্রিকেট থেকে বিরতিতে থাকায় মুস্তাফিজুর রহমান নেই সেখানে। তবে দম ফেলার ফুরসত নেই তারও। ২৪ ঘন্টা না যেতেই অভিজ্ঞ এই পেসার রওনা দিয়েছেন ভারতের পথে, আইপিএল খেলতে চেন্নাই সুপার কিংসের হয়ে।
চলতি আসরকে সামনে রেখে হওয়া নিলাম থেকে বেস প্রাইসেই মুস্তাফিজুরকে দলে টানে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। আইপিএলে এটি বাংলাদেশ বোলারের এটি পঞ্চম দল। এর আগে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লী ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে।
এবার নতুন দলের হয়ে খেলবেন মুস্তাফিজুর৷ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে চেন্নাই অধ্যায় শুরুর আগে সবার শুভকামনা চেয়েছেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। “রোমাঞ্চিত এবং আমার নতুন দায়িত্বের জন্য উন্মুখ। ২০২৪ আইপিএল খেলতে চেন্নাই যাচ্ছি। আমাকে আপনাদের প্রার্থনায় রাখুন, যাতে আমি নিজের সেরাটা দিতে পারি।”
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে না খেলা মুস্তাফিজুর ছিলেন গত সোমবার তৃতীয় ম্যাচের একাদশে৷ আর ফেরার ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখান। ৯ ওভারে ১ মেইডেনসহ ৩৯ রানে নেন ২ উইকেট। যদিও কোটা পূরণ করতে পারেননি ক্র্যাম্পের শিকার হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ায়।
আইপিএলে চেন্নাইয়ের প্রথম ম্যাচ আগামী ২২ মার্চ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে৷