আরিফুল ইসলাম প্রান্ত
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৪ এর উদ্বোধনী ম্যাচেই কাটার মাস্টার মুস্তাফিজ জাদু শুরু হয়ে গেছে। এবছর চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই রয়েল চ্যালেন্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাজিমাত করেছেন।
চেন্নাই এর এম এ চিদারম্ব স্টেডিয়ামে ইনিংসের ৫ম ওভারে বোলিং শুরু করেন দ্যা ফিজ। নিজের ১ম ওভারের ৩য় বলেই রয়েল চ্যালেন্জার্সে ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ডু প্লেসিসের উইকেট দিয়ে শুরু। একই ওভারের শেষ বলে দারুন এক গুড লেন্থ ডেলিভারিতে রজত পাতিদারকে ধোনির হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান।
এরপরে অনেকটা অবাক করে দিয়েই চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন রিতুরাজ গায়কন্ড মুস্তাফিজকে ইনিংসের ১২ তম ওভারে বোলিংয়ে আনেন। নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ভারতীয় সেনসেশন ভিরাট কোহলিকে আজিংকা রাহানের দারুন এক ক্যাচে সাজঘরে পাঠান।
ঐ একই ওভারে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রীণকে দারুণ এক কাটারে বোল্ড আউট করে সাজঘরে পাঠিয়ে ব্যাঙ্গালোরের মেরুদন্ড একাই ভেঙে দিয়েছেন।
অফ ফর্মে ধুকতে থাকা মুস্তাফিজ প্রমাণ করে দিলেন তিনি ফুরিয়ে যাননি। ৪ ওভারে মাত্র ২৯ রান খরচায় ৪ টি উইকেট তুলিয়ে নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিং ফিগার করেছেন।