২৭ নভেম্বর ( বুধবার ) দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা ও সাধারন আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন । বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও সারাদেশের আইনজীবীদের নিরাপত্তার দাবি জানিয়ে আল্টিমেটাম দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জয়নাল আবেদীন ,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন সম্পাদক কায়সার কামাল,সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহাবুব উদ্দিন খোকন,সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামান আক্তার বুলবুল সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।