ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মাঠ পর্যায়ে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: শিক্ষানবিশ ফিল্ড অফিসার।; পদের সংখ্যা: ২০০ জন।; আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। তবে প্রার্থীর বয়সসীমা ২৪-৩৫ বছরের মধ্যে হতে হবে।
নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। মাঠ পর্যায়ে অতিদরিদ্র মানুষের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বাইসাইকেল ও মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় বৈধতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যে কোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১৮,০০০ টাকা। তবে স্থায়ী হওয়ার পর ২৫,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে উৎসব বোনাস, সিপিএফ, গ্র্যাচুইটি, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ জানুয়ারি, ২০২৩
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।