অবশেষে চলতি বিশ্বকাপে স্বস্তির জয় পেলো বাংলাদেশ। অষ্টম রাউন্ডে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। এতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বেঁচে রইলো লাল-সবুজ জার্সিধারীদের।
সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে দারুণ জয়ের অন্যতম কারিগর সাকিব আল হাসান। হাত ঘুরিয়ে ১০ ওভারে ৫৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। আর ব্যাট হাতে ৬৫ বলে ১২ চার ও ২ ছক্কায় ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন দেশসেরা ক্রিকেটার।
মূলত সাকিবের অলরাউন্ডিং নৈপুণ্যে হাজারো সমালোচনার মধ্যেও জয় পেয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এসময় পুরস্কার বিতরণী মঞ্চে জয়ের কারণও জানিয়েছেন তিনি।
সাকিব বলেন, পিচে বোলারদের জন্য তেমন সুবিধা ছিল না। তবু তুলনামূলক ভালো বোলিং করেছি আমরা। বাউন্ডারি ছোট ছিল। ফলে ব্যাটিংয়ে সহায়তা পেয়েছি। আমাদের আরও ম্যাচ জিততে হবে। আমরা জানতাম ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের বিশ্বাস ছিল, আমরা পাল্টা লড়াই করতে পারবো।
তিনি বলেন, সীমানা ছোট ছিল। এটা ব্যাটিংয়ে সহায়তা করেছে আমাদের। ব্যাটে বল আসছিল। আমি কখনও পেছনে ফিরে তাকাই না। আমরা জয়ের ধারায় থাকতে পারতাম। সেই সামর্থ্য আমাদের ছিল। কিন্তু তা হয়ে উঠেনি, এটাই চরম হতাশার।
উল্লেখ্য, চলমান আসরের প্রথম ম্যাচেই জয়ের দেখা পায় বাংলাদেশ। তবে এরপর টানা ৬ ম্যাচ হারে তারা। এতে তুমুল সমালোচনার মুখে পড়ে টাইগারররা। অবশেষে কাঙ্ক্ষিত জয় পেলো সাকিব বাহিনী।