জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলেন, জামালপুর সদর উপজেলার গজারিয়াটা এলাকার মোঃ শহিদুল্লাহের ছেলে ও রশিপুর ইউনিয়ন এর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. শরিফ উদ্দিন (২৪), পশ্চিম আরংহাটি এলালার খরানু মন্ডলের ছেলে ও মেষ্টা ইউনিয়ন এর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মো. আক্তারুজ্জামান (৬০), জামালপুর শহরের পাথালিয়া (বড়বাড়ী) এলাকার আব্দুল গণির ছেলে ও জামালপুর শহর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাকিবুল হাসান (২৪), সরিষাবাড়ী উপজেলার জয়নগর এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয়কর্মী মোঃ মকবুল (৫৮), মাদারগঞ্জের মির্জাপুর (মধ্যপাড়া) এলাকার মৃতআবুল হোসেন মোল্লার ছেলে ও বালীজুড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক আমিনুল মোল্লা (৪০), কামারপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ও জোড়খালী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. রমিজল ইসলাম ওরুফে রমিজ মাস্টার। ও দেওয়ানগঞ্জের পাথরের চর চেংটিমারী এলাকার মৃত আজিজুল হক ওরফে আইজলের ছেলে ও ডাংধরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি কেরামত আলী ওরফে কেরু (৫৫)।
এ প্রসঙ্গে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন,‘আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট করার অভিযোগ রয়েছে।’