1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন সাকিব! » দ্যা মিরর অব বাংলাদেশ
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| শুক্রবার| রাত ১১:৩৯|

অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন সাকিব!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৪ বার সংবাদটি পড়া হয়েছে
Shakib
আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেলেন সাকিব

বর্তমানে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক, টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বেশ ভালোভাবে সামলিয়ে নিয়েছে অধিনায়কের দায়িত্বও।

 

অল্প সময়ে অধিনায়ক হিসেবে গড়েছেন এমন এক কীর্তি, যা পারেননি বাংলাদেশের আর কোনো অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে গত নভেম্বরে টেস্ট সিরিজের আগে শান্তর অধিনায়কত্বের অভিজ্ঞতা মাত্র তিন ম্যাচের।

 

 

সেই নাজমুল এক মাসের ব্যবধানে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে একটি টেস্টজয়ী দলের নেতৃত্ব দিয়েছেন। কিউইদের সফরে এসে তাদের মাটিতে জিতেছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি।

 

 

বাংলাদেশের কোনো অধিনায়ক এর আগে যা করতে পারেননি, সে অর্জন এসেছে এই তরুণের নেতৃত্বে। এখনো পূর্ণকালীন নয়। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।

 

 

তবে এই তরুণকে নিয়ে দীর্ঘ মেয়াদে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। এই পর্যন্ত ১১ ম্যাচে অধিনায়কত্ব করে জয়ের দেখা পেয়েছেন ৩টিতে, একটি পরিত্যক্ত হয়েছে। আর বাকি ৭টিতেই হেরেছেন। সঙ্গত কারণেই তার ওপরই আস্থা রাখতে চাইছে টাইগার ক্রিকেট। মঙ্গলবার গণমাধ্যমে এসে এমনটায় জানায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান মোহাম্মদ জালাল ইউনুস।

 

তিনি বলেন, ‘এটা স্বীকার করতে হবে, শান্ত ভালো করতেছে। আমরা মনে হয়, লং টার্মের জন্য হলে শান্ত ভালো হবে। সবকিছু নির্ভর করছে আমাদের প্ল্যানিংয়ের উপর। এই প্ল্যানিংটা, এই মুহূর্তে আমরা কোনো সিদ্ধান্ত নেই নাই। … সামনে আমরা কি করতে যাব, আমাদের কোচ আসুক টিম ম্যানেজমেন্ট আছে বোর্ড আছে; এইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা পরে করব।’

 

 

‘শান্ত ওয়ানডের পাশাপাশি টেস্টেও ভালো ক্যাপ্টেনসি করেছে। তিন ফরম্যাটই তো আমরা দেখেছি, সে ভালো করেছে। ডেফিনিটলি সামনের প্ল্যানিংয়ে শান্তর কথা সবার মাথায় আসবে। আমাদের জন্য কোয়াইট ন্যাচারাল, যেহেতু সে ভালো করেছে। এখনই ২০২৭ সালের ক্যাপ্টেন কে থাকবে সেটা বলা ডিফিকাল্ট। আমার মনে হয়, শান্ত সব সময় পরিকল্পনায় থাকবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024