ঢাকাসহ দেশের বিভাগ ও জেলায় চলমান ডেঙ্গুর প্রকোপ পুঁজি করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি। এছাড়া স্যালাইন থাকা স্বত্বেও বিক্রি না করে মজুত করার কারণে ৯২টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সারাদেশে ৪০টি দল ৫৩টি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা করেছে। ডেঙ্গুর প্রকোপ পুঁজি করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি করায় এ জরিমানা করা হয়।
অভিযানে ঢাকা মহানগরীতে তিনটি দল চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, রাজশাহী জেলায় একটি দল দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকাসহ দেশের বিভিন্ন জেলায় আটটি দল ১৫টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান চালু থাকবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।