বিশ্বজুড়ে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে পড়েছে। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। তারা বলছেন, নতুন পোস্ট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
হিন্দুস্তান টাইমমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার ফেসবুকের সার্ভার সমস্যার সম্মুখীন হয়েছে। যার কারণে নতুন কোনো কিছু পোস্ট করতে সমস্যায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।